বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

গুচ্ছ ভর্তি নিয়ে ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে ইউজিসির বৈঠক

২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে আলোচনা করতে সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রোববার (১৪ জানুয়ারি) ইউজিসি ভবনে এ সভা হবে।

জানা গেছে, সভায় ভর্তি পরীক্ষা কবে আয়োজন করা হবে, নেতৃত্বে থাকবে কোন বিশ্ববিদ্যালয়- সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এছাড়া নতুন তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষি গুচ্ছে এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরকে সাধারণ গুচ্ছে অন্তর্ভুক্ত করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইউজিসি সূত্র জানিয়েছে, ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল, সেগুলো সমাধানের বিষয়েও আলোচনা হবে।

৪ জানুয়ারি ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভার বিষয়টি জানিয়ে চিঠি পাঠায় ইউজিসি। চিঠিতে বলা হয়েছে, ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ১৪ জানুয়ারি ইউজিসি ভবনে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত আলোচনা সভা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *