আন্তর্জাতিক

ইউক্রেনে হামলা জেরদারের ঘোষনা প্রেসিডেন্ট পুতিনের

রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগোরোদে ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলাকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১ জানুয়ারি) তিনি বলেছেন, এমন হামলার শাস্তি নিশ্চিত এবং ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে আরও হামলা পরিচালনা করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কোর একটি সামরিক হাসপাতালে কর্মরতদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, এসব হামলায় শাস্তি নিশ্চিত করা হবে।

এমন সময় তিনি আরও হামলার অঙ্গীকারের কথা বললেন যখন রুশ সেনারা ইউক্রেনের কিয়েভ ও খারকিভে বিমান হামলা চালিয়ে আসছে।

সম্প্রতি বেলগোরোদে ইউক্রেনীয় হামলায় অন্তত ২০ জন ও ১১০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়া।

পুতিন বলেছেন, ইউক্রেনের সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে রাশিয়া।

ইউক্রেন ও পশ্চিমারা অভিযোগ করে আসছে যে, রাশিয়া বেসামরিক অবকাঠামো ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে মস্কো এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

সেনাদের সঙ্গে কথোপকথনে পুতিন উল্লেখ করেছেন, ইউক্রেন যুদ্ধের গতিপথ রাশিয়ার পক্ষে পরিবর্তিত হচ্ছে এবং মস্কো যুদ্ধ শেষ করতে চায়, তবে তা শুধু নিজের শর্তে।

এর আগে রবিবার ঐতিহ্যবাহী ইংরেজি নববর্ষের ভাষণে ইউক্রেনের যুদ্ধ নিয়ে বক্তব্য ছিল খুব সামান্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *