বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

১৫ বা ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে সাত কলেজের চতুর্থ মেধাতালিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের চতুর্থ এবং সবশেষ মনোনয়ন তালিকা আগামী ১৫ অথবা ১৬ ডিসেম্বর প্রকাশ করা হবে। আর এই মেধাতালিকায় সুযোগ পাচ্ছেন ২১-২২শ শিক্ষার্থী। মেধাক্রম অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে তাদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

সোমবার (১২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের প্রথম, দ্বিতীয় এবং  তৃতীয় মেধাতালিকা প্রকাশ করে গত অক্টোবর মাসেই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ও মনোন্নয়ন কার্যক্রম শেষ করা হয়েছিল। তবে বেশ কিছু আসন খালি থাকা সাপেক্ষে সেসব শূন্য আসনগুলোতে নতুন শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার  বিষয়টি নিয়ে আমরা গত মাসের ২৩ তারিখে মিটিং করেছি। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আগের ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশন অর্থাৎ বিষয় ও কলেজ পরিবর্তনের জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এই মাইগ্রেশন শেষ করে শূন্য আসনে নতুন শিক্ষার্থীদের মনোনয়ন দিয়ে ১৫ বা ১৫ ডিসেম্বর চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *