খেলাধুলা সর্বশেষ

জিততে হলে ইতিহাস গড়তে হবে বাংলাদেশের

টাইগার বোলারদের পিটিয়ে, ঝড় বইয়ে দিয়ে যা করার তাই করেছেন ভারতীয় দুই ব্যাটার। ইশান কিষানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি (২১০) ও বিরাট কোহলির ১১৩ রানে ভর করে স্বাগতিক বাংলাদেশের সামনে রান পাহাড় দাড় করিয়েছে ভারত।

সবমিলিয়ে চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে ৪০৯ রানের পাহাড় গড়েছে ভারত। বাংলাদেশের বিপক্ষে যেটি তাদের রেকর্ড দলীয় সংগ্রহ। এমনকি টাইগারদের বিপক্ষে যে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড এখন এটি

শেষ ম্যাচ জিততে হলে ইতিহাস পাল্টাতে হবে স্বাগতিকদের। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রানই হচ্ছে ৩৩৩। আর ৪০০ বা তার বেশি রান তাড়া করে জেতার নজিরও একটি। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

বিশাল রাম তাড়া করতে নেমে ৪ ওভারেই ৩৩ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ ওভারেই উইকেটের পতন ঘটে। অক্ষর প্যাটেলের বলে এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারতে গিয়ে মোহাম্মদ সিরাজের হাতে ধরা পড়েন এনামুল হক বিজয়। তিনি ৭ বল খেলে ১ ছক্কায় ৮ রান করে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *