হোয়াটসঅ্যাপের একটি ফিচার হচ্ছে লাইভ লোকেশন শেয়ার যেখানেই থাকুন না কেন নিজের লোকেশন শেয়ার করতে পারেন যে কারো কাছে। বিশেষ করে নারীরা রাতে বাড়ি ফেরার সময় নিজের লোকেশন বাসার মানুষদের সঙ্গে শেয়ার করে রাখতে পারেন। জ্যামে আটকে গেলে নিজের অবস্থান জানিয়ে দিতে পারেন অফিসে।
জেনে নিন কীভাবে কাজটি করবেন-
>> প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করুন।
>> যাকে লোকেশন শেয়ার করতে চান তার চ্যাট ওপেন করুন।
>> এবার ফাইল সংযোগ করার বাটন ক্লিক করে ‘লোকেশন’ সিলেক্ট করুন।
>> সেখান থেকে ‘শেয়ার লাইভ লোকেশন’ অপশনটিকে বেছে নিন।
>> আপনি সেই মুহূর্তে যে লোকেশনে আছেন সেটি শেয়ার হয়ে যাবে।
>> নিজের ইচ্ছামতো সময়সীমাও বেছে নিতে পারবেন। সেই সময় পর্যন্ত আপনার লোকেশন জানতে পারবেন।
>> চাইলেই নির্ধারিত সময়ের আগে লোকেশন শেয়ার করা বন্ধ করে দিতেও পারা যায়। সেজন্য ‘স্টপ শেয়ারিং’-এ ট্যাপ করলেই হয়ে যাবে।