অভিনেতা সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল কয়েকদিন আগে। তবে এখন নতুন খবর হচ্ছে, সুনেরাহ সিয়ামের সেই চড়ের প্রতিশোধ নিয়েছেন! এমনই একটি ভিডিও সিয়াম তার ফেসবুকে পোস্ট করেছেন। ভিডিওটি পোস্ট করে সিয়াম লিখেছেন, ‘থাপ্পর’র প্রতিশোধ।
সিয়াম-সুনেরাহ বর্তমানে থাইল্যান্ডে ‘অন্তর্জাল’ সিনেমা শুটিং করছেন। দৃশ্যধারণের ফাঁকে ধারণ করা একটি ভিডিও আজ মঙ্গলবার সকালে ফেসবুকে পোস্ট করে সিয়াম লিখেছেন, ‘থাপ্পড়ের প্রতিশোধ’।ভিডিওতে দেখা গেছে, সিয়ামের দুই হাত ধরে আছেন নির্মাতা দীপন আর সিয়ামের গালে একের পর এক থাপ্পড় কষাচ্ছেন সুনেরাহ।ভিডিও দেখা বোঝা যাচ্ছে, খোশ মেজাজেই আছেন তারা।দৃশ্যধারণে ফাঁকে খুনসুটিতে সময় কাটছে তাদের।তার খানিকটা প্রকাশ্যে এল ভিডিওতে।
উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের সিনেমার শুটিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। চুমু দেওয়ার পরপরই সিয়াম সুনেরাহর গালে সজোরে একটি চড় বসিয়ে দেন।