শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার নরসিংহপুরের সরকার মার্কেট এলাকায় নাইটিংগেল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে অন্য প্রতিষ্ঠানে মাইগ্রেশনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে প্রায় ৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ১ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপ সড়ক থেকে সরে যান শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ১৫ লাখ টাকা খরচ করে ২০১৭ সালে নাইটিংগেল মেডিক্যাল কলেজে ভর্তি হন ৪৫ জন শিক্ষার্থী। প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। ভর্তির পর থেকেই কর্তৃপক্ষকে আমরা কলেজ ঠিক করার জন্য বলছি।
এছাড়া বিএমডিসির রেজিষ্ট্রেশন করে দিতেও দাবি জানানো হয়েছে। কিন্তু কিছুই করেনি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। আমরা কলেজটির মহাপরিচালকের সঙ্গে অনেকবার বসতে চেয়েছি। কিন্তু মহাপরিচালক আমাদের সঙ্গে বসবেন না বলে জানিয়ে দিয়েছেন। শিক্ষার্থীদের পর্যাপ্ত শিক্ষাদানে ব্যর্থ এই কলেজ। আমরা সরকারের হস্তক্ষেপে মাইগ্রেশন চাই। আর তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
এই সময় মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রুহুল কুদ্দুস রুমি বলেন, সপ্তাহখানেক হলো আমি প্রিন্সিপালের দায়িত্ব পেয়েছি। আগে আমি এখানকার প্যাথলোজির দায়িত্বে ছিলাম। রিটের একটি বিষয়ে সব কিছু আটকে আছে।