খেলাধুলা

যুদ্ধ বিমানের পাহাড়ায় কাতার পৌঁছালো পোল্যান্ড

কাতারে  বিশ্বকাপে অংশগ্রহনের জন্য সব দল পৌঁছাতে শুরু করেছে কাতারে। প্রতিযোগী দল একে একে পা রাখতে শুরু করেছে। কিন্তু বৃহস্পতিবার পোল্যান্ড জাতীয় ফুটবল দল কাতারে পৌঁছালো ভিন্নভাবে। এফ-১৬ যুদ্ধ বিমান পাহারায় তারা কাতার পৌছায়।

এর কারণ হিসেবে জানা যায় গত মঙ্গলবার রাতে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলায় পোল্যান্ডে দুই নাগরিক নিহত হয়। কিন্তু কাদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। যদিও  পোল্যান্ডের দাবি এটি ইউক্রেনের। কিন্তু ইউক্রেন তা প্রত্যাখ্যান করেছে।

ওই হামলার কারণেই জাতীয় ফুটবল দলকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি সরকার। বৃহস্পতিবার এক ভিডিওতে দেখা যায়, লেভানডোভস্কিদের বহনকারী বিমানের পাশে দুটি এফ-১৬ যুদ্ধবিমান। জাতীয় দলের টুইটারের ক্যাপশনে লেখা, ‘পোল্যান্ডের দক্ষিণ সীমান্ত পর্যন্ত আমাদের এফ-১৬ যুদ্ধবিমানের পাহারা দিয়ে নেওয়া হচ্ছে। পাইলটদের ধন্যবাদ এবং শুভেচ্ছা।’

যাত্রীবাহী বিমানটির খুব কাছ দিয়ে যুদ্ধবিমানগুলোকে উড়তে দেখা যায়। পোল্যান্ড ফুটবল দলকে বহনকারী বিমানের গায়ে লেখা ‘রিপাবলিক অব পোল্যান্ড’, পাশে পোল্যান্ডের ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবি দিয়ে লেখা ১৯১৮-২০১৮। পোলিশ ভাষায় বার্তা, ‘পোল্যান্ডের স্বাধীনতা অর্জনের শততম বার্ষিকী।’

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর দোহায় বাংলাদেশ সময় রাত ১০টায় মেক্সিকোর মুখোমুখি হবে পোল্যান্ড। অন্য দুটি ম্যাচ আর্জেন্টিনা ও সৌদি আরবের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *