শাওমি দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘রেডমি ১২’ নিয়ে এসেছে। রেডমি ১২ তৈরি করা হয়েছে ক্রিস্টাল গ্লাস ব্যাক ডিজাইনে। এন্ট্রি-লেভেল স্মার্টফোনগুলোর ক্ষেত্রে এ ধরনের ডিজাইন একটি নতুন বেঞ্চমার্ক। ডিজাইনের দিক থেকে বেশ আকর্ষণীয় ফোনটি দেবে স্থায়িত্ব এবং কার্যকরী কর্মক্ষমতার নিশ্চয়তা।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, শাওমি বাংলাদেশ রেডমি ১২-এর ঘোষণা দিতে পেরে আনন্দিত। রেডমি ১২ ফোনটি মেইক ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় স্থানীয়ভাবে অ্যাসেম্বল করা হয়েছে। প্রিমিয়াম ক্রিস্টাল গ্লাস ডিজাইনে তৈরি রেডমি-১২ হ্যান্ডসেটটি শাওমি ফ্যানদের পছন্দ হবে।
রেডমি ১২ তিনটি স্টাইলিশ রঙে পাওয়া যাবে- মিডনাইট ব্ল্যাক, স্কাই ব্লু এবং পোলার সিলভার
ফোনটির ৮ জিবি+২৫৬জিবি ভেরিয়েন্টের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।