বিদেশে পড়াশোনা করতে যেতে আগ্রহী শিক্ষার্থীদের নির্বিঘ্ন ব্যাংকিং সেবা দিতে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে লিডবার্গ এডুকেশন।
রবিবার (১১ ডিসেম্বর) রাজধানীর শ্যামলীতে ‘লিডবার্গ এডুকেশন’ এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিনিধির সাথে লিডবার্গ এডুকেশনের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সিইও জনাব রাকিব হাসান। এসময় লিডবার্গ এডুকেশনের অন্যান্য কনসালটেন্টগনও উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের ব্যাপারে জনাব রাকিব হাসান বলেন, লিডবার্গ এডুকেশনের একমাত্র লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদের সহজ ও দ্রততম সময়ের মধ্যে সেবা নিশ্চিত করা। শিক্ষার্থীরা তাদের বিদেশ যাত্রা প্রক্রিয়ার সমস্ত আর্থিক ও ব্যাংকিং কার্যক্রম যাতে ঝামেলামুক্ত ও তড়িৎগতিতে সম্পন্ন করতে পারে এটিই এই চুক্তির মূল উদ্দেশ্য।
চুক্তির আওতায় উচ্চ শিক্ষা নিতে ইচ্ছুক লিডবার্গ এডুকেশনের শিক্ষার্থীদের আর্থিক লেনদেনের পাশাপাশি যাবতীয় ব্যাংকিং কার্যক্রমে সহযোগীতা করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। লিডবার্গ এডুকেশনের স্টুডেন্টদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা দিবে থাকবে ব্যাংকটি।