চলে গেলেন ভারতের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই গুণী সঙ্গীতশিল্পী।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সুমিত্র সেন। ২০২২ সালের ২১ ডিসেম্বর এই সঙ্গীত শিল্পীর ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে। পরে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, নিউমোনিয়া থেকেই সুমিত্রার শারীরিক জটিলতাগুলো সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে সুমিত্রা সেনের মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে শ্রাবণী সেন। তিনি লিখেছেন, ‘আজ ভোরে মা চলে গেল।’
দীর্ঘদিন ধরেই ব্রঙ্কো-নিউমোনিয়ায় ভুগছিলেন সুমিত্রা সেন। গত ২১ ডিসেম্বর থেকে ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। ২ জানুয়ারি সোমবার হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। মারা গেলেন তার পরদিনই।