বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদর ও উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির ফল আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী এর আগে সোমবার (১২ ডিসেম্বর) বেলা ২টায় ডিজিটাল লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নির্বাচন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
যেভাবে জানা যাবে লটারির ফল
এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটে ফল পাওয়া যাবে। মোবাইলে ফল পেতে মেসেজ অপশনে GSA <space> RESULT <space> USER ID লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক নম্বর থেকে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
অথবা ভিজিট করতে হবে- gsa.teletalk.com.bd ওয়েবসাইটে।