বিশ্ব বিদ্যালয় সর্বশেষ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

হাইকোর্টের নির্দেশে স্থগিত নোবিপ্রবির ভর্তি কার্যক্রম

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ৮তম মেধাতালিকা থেকে গুচ্ছভুক্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত রয়েছে। ৭ম মেধাতালিকায় ভর্তি কার্যক্রম শেষ করার পর গত ২৭ ডিসেম্বর অষ্টম মেধাতালিকা প্রকাশিত হয়। পরে ভর্তিচ্ছুদের একাংশের আবেদনে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শেষ ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ভর্তি কার্যক্রম স্থগিত থাকলেও বিশ্ববিদ্যালয়টির তিনটি ইউনিটের বিভিন্ন বিভাগে এখনো অন্তত ২০০টি আসন ফাঁকা রয়েছে। ৮ম মেধাতালিকায় অনুযায়ী ‘এ’ ইউনিটে সাবজেক্ট পায় ৫১৩৯ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ৪৬৪ এবং ‘সি’ ইউনিটে ৪৭৮ পর্যন্ত সাবজেক্ট পেয়েছে।

এর মধ্যে গুচ্ছ ভিত্তিতে ভর্তিপ্রক্রিয়ায় ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে মাইগ্রেশন কার্যক্রম বন্ধসংক্রান্ত ১৯ ও ২৪ ডিসেম্বরের বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে তিন শিক্ষার্থী একটি রিটটি করেন। তারা হলেন রুবেল মিয়া, সাকিব আহমেদ ও আলভী। তাদের ক্ষেত্রে মাইগ্রেশন কার্যক্রম বন্ধসংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *