তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডতে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে রানের হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। এর আগে সবচেয়ে বড় জয় ছিল ১৬৯ রানে। সিলেটে জিম্বাবুয়েকে এই রানে হারিয়েছিল ২০২০ সালে। তিন বছর পর সিলেটেই এবার আইরিশদের উড়িয়ে নতুন রেকর্ড গড়েছে লাল সবুজের দল। এদিন ওয়ানডেতে সর্বোচ্চ (৩৩৮) রানও করেছিল স্বাগতিকরা। বাংলাদেশের দেয়া রান তাড়া করতে নেমে শুরুর জুটিতে সম্ভাবনা দেখিয়েছিল সফরকারীরা। সাকিবের আক্রমণে ৬০ রানের এই জুটি ভাঙতেই ধস নামে তাদের ব্যাটিংয়ে। এবাদত-তাসকিনের আঘাতে ১৬ রানে ৫ উইকেট হারিয়ে মুখ থুবড়ে পড়ে তাদের ব্যাটিং। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান ডকরেল। সর্বোচ্চ ৪৫ রান আসে তার ব্যাট থেকে। স্টিফেন ডাহনি ৩৪ ও পল স্টার্লিং ২২ রান করেন। এ ছাড়া আর কেউ বিশের ঘর পার হতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন এবাদত। এ ছাড়া নাসুম ৩, তাসকিন ২ ও সাকিব নেন ১টি উইকেট।
