রোববার রাতে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর থেকে অভিনন্দনে ভাসছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিশেষ করে মেসি। আর্জেন্টিনার মাঠের চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাবেক-বর্তমান অনেক খেলোয়াড়ই এখন মেসিদের প্রশংসায় পঞ্চমুখ। মেসি ও তার সতীর্থদের টুইট করে অভিনন্দন জানাচেছন তারা।
অভিনন্দন জানানোর তালিকা থেকে বাদ যাননি ব্রাজিলের সর্বকালের সেরা ফুটবলার পেলেও। সাও পাওলোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন পেলে। মেসিদের বিশ্বকাপ জয় উদযাপন দেখে ম্যারাডোনার হাসিমাখা মুখ দেখতে পেলেন পেলে।
তার মতে, সেরা দলের হাতেই উঠেছে শ্রেষ্ঠত্বের মুকুট। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে পেলে লিখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা! নিশ্চিতভাবে দিয়েগো এখন হাসছে।’
মেসিকে নিয়ে আলাদা করে পেলে লিখেছেন, ‘বরাবরের মতো আজও চিত্তাকর্ষক উপায়ে ফুটবল তার গল্প বলে চলেছে। মেসির প্রথম বিশ্বকাপ জেতা, এটা তার পথচলায় প্রাপ্য।’