আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ফরাসি তারকা করিম বেনজেমা। ফ্রান্সের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না তাকে। বিশ্বকাপ ফাইনালের একদিন পরই এলো এ ঘোষণা। নিজের ভ্যরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। এখন থেকে শুধু রিয়াল মাদ্রিদের জার্সিতেই মাঠ মাতাবেন তিনি।
বিশ্বকাপ ফাইনালে হারের পর এবার আন্তর্জাতিক ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন ব্যালন ডি’অর জয়ী এই তারকা ফরাসি স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবসরের ঘোষণা দিয়ে বেনজেমা লিখেছেন,
আমি আমার চেষ্টা করেছি এবং এরসঙ্গে কিছু ভুলও ছিল। এসব নিয়েই বর্তমানে আমার এই অবস্থান। আমি আমার এই অবস্থানের জন্য গর্বিত। আমি আমার জীবনের গল্প নিজেই লিখেছি এবং আমাদের শেষের গল্পও লিখছি।’
এদিকে চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেছেন তিনি। তবে মাঝপথে সুস্থ হলেও টিম কম্বিনেশনের কারণে তাকে মাঠে নামাননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ্যম। তবে ফাইনালের আগে তার খেলা নিয়ে গুঞ্জন তৈরি হলেও শেষ পর্যন্ত ছিলেন না তিনি। এরবার হুট করেই দিলেন অবসরের ঘোষণা।
ফ্রান্সের জার্সিতে বেনজেমা খেলেছেন মোট ৯৭ ম্যাচ। যেখানে ৩৭ গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। এবারের বিশ্বকাপের আগে ছিলেন দারুণ ছন্দে। তবে চোটের জন্য বিশ্বকাপের মঞ্চ কাঁপাতে পারেননি তিনি। এছাড়াও ফরাসি ফুটবল দলের কোচ দিদিয়ের দেশমের সঙ্গে সম্পর্কের অবনতিও বিশ্বকাপে এই তারকার মাঠে না নামার কারণ বলে ধরা হচ্ছে।