খেলাধুলা

ইনজুরির কারণে ইংল্যান্ড ম্যাচ থেকেও ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া

বাংলাদেশের বিপক্ষে পুনেতে পাওয়া গোড়ালির চোটে ভুগছেন হার্দিক পান্ডিয়া। ভারতের অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেননি। লিগামেন্টে ক্ষতির কারণে রবিবারের ইংল্যান্ড ম্যাচ থেকেও বাদ পড়লেন তিনি।

কবে হার্দিক ফিরতে পারবেন, সেই সিদ্ধান্ত নেবে বিসিসিআই মেডিক্যাল টিম। এজন্য বৃহস্পতিবার তার ফিটনেস পরীক্ষা হবে।

বাংলাদেশ ম্যাচের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, হার্দিকের বড় কোনও ক্ষতি হয়নি। চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। আশা করা হচ্ছিল, লখনউতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

দলে হার্দিকের অলরাউন্ড দক্ষতার অভাব পূরণে ভারত সূর্যকুমার যাদবকে ডাকে এবং শার্দুল ঠাকুরের স্থলাভিষিক্ত করা হয় মোহাম্মদ শামিকে। সূর্যকুমার মাত্র ২ রানে আউট হন। তার আগে শামি বল হাতে পাঁচ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে তিনশর আগেই আটকে ফেলে।

লখনউর পিচ স্পিনবান্ধব বলে ভারত শামির বদলে রবিচন্দ্রন অশ্বিনকে আনার কথা ভাবছে।

এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল ভারত, পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ইংল্যান্ড ম্যাচের পর ২ নভেম্বর ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *