খেলাধুলা সর্বশেষ

টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

রাতে ফুটবল, দিনে ক্রিকেট। রাতে লিওনেল মেসি-নেইমার জুনিয়রদের পায়ের যাদু আর দিনে বিরাট কোহলি-লিটন দাসদের মন্ত্রমুগ্ধকর নান্দনিক ব্যাটিং। বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশিদের যেন দম ফেলার ফুরসত নেই। ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে শুরু হতে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ক্রিকেট লড়াই।

চোটের কারণে তামিম ইকবাল ছিটকে পড়ায় এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। প্রথম ম্যাচেই টসভাগ্য সহায় হয়েছে তার। টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। অর্থাৎ রোহিত শর্মার ভারত প্রথমে ব্যাটিং করবে।

শুধু তামিম নন, চোটের কারণে আজ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদও। বাংলাদেশ দলের নিয়মিত টিম কম্বিনেশনে তাই বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে।

ইনজুরি আছে ভারতীয় দলেও। যে কারণে ঋষভ পান্ত ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না। তিনি টেস্ট সিরিজে যোগ দেবেন। পান্তের বদলে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। এছাড়া ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে নেই অক্ষর প্যাটেলও।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ , এবাবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

Error: Contact form not found.

: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদীপ সেন, শাহবাজ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *