চীনা বাজরে উন্মুক্ত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড ভিভোর নতুন মডেল ভিভো X90Pro। ২২ নভেম্বরে এই নতুন মডেলের সিরিজ রিলিজ হয়েছে। VIVO X90, VIVO X90 Pro ও VIVO X90 Pro + এই তিনটি মডেলের ফোন পাওয়া যাবে বাজারে।
চলুন দেখে নেওয়া যাক এদের স্পেসিফিকেশন।
ফোনগুলোতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ১৩ যুক্ত অরিজিন ওএস৩ । এবং থাকছে ৬.৭৮ ইঞ্চির বিশাল অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট। তিনটি ফোনের সেলফি ক্যামেরা ৩২ এমপি।সর্বনিম্ন ৮ জিবি ও সর্বোচ্চ ১২৮ জিবি র্যাম ও স্টোরেজ ১২৮ জিবি থেকে ৫১২ জিবির মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোন গুলো। তবে মডেল অনুযায়ী ব্যাটারীর বিভিন্নতা রয়েছে। X90,X90 pro,X90 pro + এর ব্যাটারী যথাক্রমে ৪,৮১০এমএএইচ,৪,৮৭০ এমএএইচ,৪,৭০০ এমএএইচ। এছাড়াও থাকছে ফার্স্ট চার্জিং সুবিধা।