ইরানে পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে সরকারবিরোধী বিক্ষোভের জেরে এবার অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ ডিসেম্বর) ইরানের গণমাধ্যম তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে।তার বিরুদ্ধে আন্দোলন সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
সামাজিক মাধ্যমের একটি পোস্টে তারানেহ আলিদস্তি লিখেছেন, যেসব আন্তর্জাতিক সংগঠন এই ধরণের রক্তপাত দেখছে এবং কোনো ব্যবস্থা নিচ্ছে না, এটা মানবতার প্রতি লজ্জা। যদিও শনিবার এই পোস্ট আর দেখা যায়নি।
গ্রেপ্তার হওয়া অভিনেত্রীর নাম তারানেহ্ আলিদুস্তি। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রীকে দেখা গিয়েছিলো ‘দ্য সেল্স্ম্যান’ ছবিতে। ২০১৬ সালে ছবিটি অস্কার পায়। এছাড়া ইরানের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আলিদুস্তি।