ব্রডকাস্টার পিয়ার্স মর্গ্যানের সাথে একটি সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয় ও তার প্রতি ক্লাবের বিরূপ মনোভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেড তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এমন অভিযোগ করেন রোনালদো। এছাড়া কোচ এরিক টেন হাগ ও ক্লাবের কয়েকজন যে তাকে অপছন্দ করে এরকম অভিযোগও করেন তিনি।
রোনালদো আরও যোগ করেন, ‘স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এখনও পর্যন্ত সাফল্য পায়নি ম্যান ইউ। ওলের (সোলসকায়ের) সময়টাকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। কীভাবে ওকে ম্যান ইউ বসিয়ে দিলো। পরিবর্তে রাঙ্গনিককে স্পোর্টিং ডিরেক্টর করা হল। যার পরিচয় স্পষ্টভাবে কেউই জানে না। এরকম একজনকে ইউনাইটেডের মতো একটা বড় ক্লাব নিয়ে আসছে। এটা শুধু আমি না, বিশ্বের কোনও ফুটবল সমর্থকই এটা চিন্তাও করতে পারেনি।’
তবে রোনালদোর করা মন্তব্যে এখন সেরকম কোন প্রতিক্রিয়া দেখাইনি ম্যানচেষ্টার ইউনাইটেড। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানো রোনালদো সাক্ষাৎকারের বিষয়টি, মিডিয়া কভারেজের বিষয়টি নজরে রেখেছে। ক্লাব সমস্ত তথ্য পূর্ণাঙ্গভাবে যাচাই করবে। সমস্ত তথ্য প্রতিষ্ঠিত হওয়ার পরেই তারপর ক্লাবের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এর উত্তর দেওয়ার বিষয়ে। আমাদের লক্ষ্য স্থির। আর তা হলো মৌসুমের দ্বিতীয় ভাগের জন্য প্রস্তুতি। আমাদের মোমেন্টাম ধরে রাখাই উদ্দেশ্য। প্রতিটি ফুটবলার, ম্যানেজার, স্টাফ এবং সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস এবং একাত্মতা গড়ে তোলা হচ্ছে
ব্রিটিশ সংবাদমাধ্যম ধারনা করছে, এমন কর্মকান্ডের কারণে রোনালদোকে ১০ লাখ পাউন্ড জরিমানা করা হতে পারে। এছাড়া অনেকের মতে, রোনালদো হয়তো ইউনাইটেডের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। আগামী জানুয়ারির দলবদলের আগে ৩৭ বছর বয়সী তারকাকে ছেড়ে দিতে পারে ক্লাব।