খেলাধুলা

ভারতের পাঠ্যবইয়ে বাবর আজমের ছবি

বিশ্বসেরা ব্যাটারদের তালিকায় এরই মধ্যে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের ওপেনার বাবর আজম। ক্রিকেটের সব সংস্করণে গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। তবে এবার অন্য এক কারণে আলোচনায় এসেছেন দ্য গ্রিন ম্যানদের এই ওপেনার। ভারতের পাঠ্যবইয়ে দেখা গেছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ছবি।

ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইসিএসই) বইয়ে অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে পাকিস্তানের এই ওপেনারের ছবি দেখা গেছে। পাঠ্যবইয়ের স্পোর্টস অধ্যায়ে বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে দুটি কলাম রয়েছে। ‘এ’ কলামে রয়েছে এবি ডি ভিলিয়ার্স, শচীন টেন্ডুলকার, শিখর ধাওয়ান, ক্রিস গেইল, বিরাট কোহলি, এম এস ধোনি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটারদের নাম। আর ‘বি’ কলামে আছেন পাকিস্তানের এই অধিনায়ক। এই কলামে ‘ববি’ ডাকনামে শোভা পেয়েছে বাবরের ছবি।

পাঠ্যবইয়ে ক্রিকেটারদের ডাকনামের ওপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে, ক্রিকেট ভারতে সবচেয়ে প্রিয় খেলা এবং ক্রিকেটাররা সেলিব্রিটি। আপনি কি আপনার প্রিয় ক্রিকেটারদের ডাকনাম জানেন?

এদিকে বাবরের ছবি দেখে শাহরিয়ার ইজাজ নামে এক ব্যক্তি এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ভারতে অষ্টম শ্রেণির আইসিএসই বইয়ে বাবর আজমকে দেখা গেছে। এমনকি আমাদের প্রতিদ্বন্দ্বী দেশেও পাকিস্তানের নাম উজ্জ্বল করছেন বাবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *