এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের চেক ছাড় করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে নভেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করা যাবে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সরকারি অংশের বেতন-ভাতা ছাড়া করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট অধিদপ্তরের আওতাভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন ছাড়া দেওয়া হয়েছে। এ বাবদ আটটি চেক অনুদান বণ্টনকারী নির্ধারিত চারটি ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তার মধ্যে অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।