কলেজ বার্তা সর্বশেষ

এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পাশের হার সবচেয়ে বেশি

এ বছর এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা৷ এই বিভাগে ছাত্রদের পাসের হার ৮৭.৪৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৮.২৫ শতাংশ৷

রোববার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল/বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা ২০২৩ এর ফল প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

প্রকাশিত ফালাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগের পরেই পাসের হারে এগিয়ে রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা৷ এ বিভাগে ছাত্রদের পাসের হার ৭৪.৩৭ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮০.৩৬ শতাংশ৷

আর মানবিক বিভাগে ছাত্রদের পাসের হার ৬৫.৬৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৪.৭৭ শতাংশ৷

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৫ দশমিক ৯৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *