স্যান্ডালউড ইন্ডাস্ট্রির আলোচিত ও প্রশংসিত সিনেম ‘কানতার’ এবার মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। নভেম্বরের ২৪ তারিখ থেকে আমাজন এর ভিডিও স্ট্রিমিং সার্ভিসে দেখা যাবে এই সিনেমা।
সিনেমা হলে রিলিজের পর বক্স অফিসে দাপট দেখিয়ে আসছে এই সিনেমা।১৬ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমা ‘কানতারা’ এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৩৭৭ কোটি রুপি। এর মধ্যে শুধু ভারতেই আয় করেছে ৩৪৪ কোটি রুপি। খুব শীগ্রই এটি ৪০০ কোটির ঘরে ঢুকতে যাচ্ছে। কান্নাড়া ভাষার পাশাপাশি অন্যান্য ভাষায়ও মুক্তি পেয়েছে এই সিনেমা।
‘কানতারা’ সিনেমাটির চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ করেছেন ঋষভ শেঠি।
‘কানতারা’ শব্দের অর্থ গহিন জঙ্গল। স্থানীয় গ্রামবাসীর দেবতা ‘ভূতা’-কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটির কাহিনি।