২০১৪ বিশ্বকাপের ফাইনালে মারাকানায় জার্মানির কাছে শেষ মুহূর্তের গিয়ে পরাজয়ে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন লিওনেল মেসি। আর ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নিয়েছিল আলবিসেলেস্তেরা।
কিন্তু কাতার বিশ্বকাপে সেই ভুল যেন করলেন না লিওনেল মেসি। গোটা দলকে নেতৃত্ব দিয়ে নিজে গোল করে ও দলে সতীর্থদের দিয়ে গোল করিয়ে শেষ পর্যন্ত অধরা বিশ্বকাপ জিতেই নিলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
মেসি বলেন, ‘আমি জানতাম ঈশ্বর আমাকে বিশ্বকাপ দেবেন। আমার নিজের ভেতর কেন জানি সেটি বারবার মনে হচ্ছিল।’
এমন জয়ের রাতে আর্জেন্টাইন সমর্থকদের কথাও ভোলেননি মেসি। তিনি বলেন, ‘আমি আর্জেন্টাইনদের সঙ্গে উৎসব করতে মুখিয়ে আছি।’