সব জল্পনাকল্পনা শেষে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে সিনেমা ‘নূর’। এটি নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফি। ছবিতে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে পর্দায় হাজির হচ্ছেন আরিফিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী।
এ বছরের জুলাই মাসে কারিগরি ত্রুটি থাকায় ছবিটি মুক্তির অনুমতি দেয়নি সেন্সর বোর্ড। সেই সঙ্গে নতুন করে সম্পাদনা এবং সাউন্ড ডিজাইন কাজ করে বোর্ডে জমা দেওয়ার নির্দেশ দেয় প্রতিষ্ঠানটি।
‘নূর’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, নূর আমরা ৪ মাস আগেই সেন্সর পেয়েছি। এর আগে সেন্সর বোর্ড কিছু সংশোধন দিয়েছিলেন। আমরা তাদের কথার সম্মান জানিয়ে সবকিছু ঠিকঠাক করে ফের জমা দিলে সেন্সর বোর্ড আনকাট সেন্সর ছাড়পত্র দিয়েছে। ‘নূর’ মুক্তি নিয়ে আমাদের একটা প্ল্যান আছে সেই জন্য মুক্তি তারিখ চূড়ান্ত হওয়ার পর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাব হবে।