গুচ্ছ ভর্তি পদ্ধতির পক্ষে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়

December 22, 2024
By Sub Editor

২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অধিকাংশ শিক্ষার্থী ও অভিভাবক চাইছেন গুচ্ছ ভর্তি পদ্ধতি বহাল থাকুক।

তবে গুচ্ছ থেকে বের হয়ে একক পরীক্ষার উদ্যোগ নিয়েছে কয়েকটি বিশ্ববিদ্যালয়। একই পথ অনুসরণ করতে চায় আরও কিছু বিশ্ববিদ্যালয়। ফলে গুচ্ছ ভর্তি পদ্ধতি নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা।

এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা বৈঠক করেছেন। সেখানে গুচ্ছের পক্ষেই আছে অধিকাংশ বিশ্ববিদ্যালয়। গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে অনড়। বাকি ৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তিনটি গুচ্ছে ফিরতে চায় না। আর সরকার কঠোর হলে অন্য চারটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে ফিরতে চায়।

সার্বিক পরিস্থিতিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠক করতে চান। পাশাপাশি গুচ্ছের কার্যক্রম কার্যক্রম দ্রুত শুরু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা দাবি করেছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো।

শনিবার (২১ ডিসেম্বর) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তিতে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলোর সভায় এমন নির্দেশনার আহ্বান জানিয়েছেন উপাচার্যরা। রাত ৯টায় ভার্চুয়ালি শুরু হওয়া এ সভা শেষ হয় সাড়ে ১১টারও পর।

বৈঠকে অংশ নেওয়া একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, সভায় গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি প্রক্রিয়াতে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকতে শিক্ষা মন্ত্রণালয়ের কঠোর নির্দেশনা চেয়েছে। গুচ্ছ থেকে বের হয়ে যাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় কঠোর নির্দেশনা পেলে গুচ্ছে ফিরে আসার কথাও জানিয়েছে।

সভার বিষয়ে জানতে চাইলে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভিপ্রবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বলেন, সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে মাইগ্রেশন চালু এবং আগামী শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

Share:

Related News

Get Every Newsletter

We are not gonna make spamming

BACK TO TOP