খেলাধুলা

সেঞ্চুরির জবাবে সেঞ্চুরি করে ম্যাচ জিতল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের আজকের সন্ধ্যার ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন দুই পাকিস্তানি। দুইজনই হাঁকিয়েছেন শতক। তবে খুলনা টাইগার্সের আজম খানকে শেষে পরাজিতের দলে থাকতে হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে খেলা স্বদেশি উসমান খানের শতকের জন্য।

মিরপুরে আজ মুখোমুখি হওয়ার আগে খুলনা-চট্টগ্রাম দুই দলই হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল। ফলে জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছে দুই দল। যেখানে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে আজম খানের বিধ্বংসী অপরাজিত ১০৯ রানের ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল খুলনা টাইগার্স। লক্ষ্য তাড়া করতে নেমে উসমানের ১০২ রানের ওপর ভর করে ৭ বল আগে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে চট্টগ্রাম।

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা আছে ওসমানের। তবে খুব বেশি ম্যাচ নয়। সাতটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার। ৭ ম্যাচে একবারই হাফসেঞ্চুরিতে পৌঁছাতে পেরেছিলেন, খেলেছিলেন ৮১ রানের ইনিংস। বিপিএলে নিজের অভিষেক ম্যাচে ২ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই করলেন বাজিমাত। ৩৪ বলে হাফসেঞ্চুরি ‍তুলে নেওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে উঠেন ওসমান। ১৯তম ওভারে সাইফউদ্দিনের পঞ্চম বলে পয়েন্টের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি পূর্ণ করেন ওসমান। ৩৪ রানে প্রথম পঞ্চাশ ছোঁয়া ওসমান দ্বিতীয় পঞ্চাশ ছুঁয়েছেন ২১ বলে। সবমিলিয়ে ৫৮ বলে ১০ চার ও ৬ ছক্কায় ওসমান ১০৮ রান করে অপরাজিত থাকেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *