মেডিক্যাল সর্বশেষ

সরকারী মেডিকেলে বাড়ছে এক হাজার আসন

দেশের সরকারি মেডিকেল কলেজগুলোয় আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী আগামী বছর থেকে দেশের চিকিৎসা শিক্ষায় যুক্ত হচ্ছে এক হাজারের বেশি আসন। এতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীর সরকারি মেডিকেল থেকে চিকিৎসক হওয়ার সুযোগ তৈরি হবে।

সূত্র জানিয়েছে, ১০-১৫ দিন আগে একটি সভায় আসন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বর্তমানে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করলে এ সংখ্যা হবে প্রায় সাড়ে ৫ হাজার। আগামী শিক্ষাবর্ষ থেকে এসব আসনে ভর্তির সুযোগ পেতে পারেন শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগে দেশে চিকিৎসা শিক্ষার সম্প্রসারণ হবে। মেডিকেল শিক্ষার ভালো সুযোগ তৈরি হচ্ছে। এতে চিকিৎসা সেবা আরও সহজ হবে। প্রতিটি মেডিকেলে ১০ থেকে অর্ধশতাধিক আসন বাড়বে। তবে দক্ষ শিক্ষকের ঘাটতি থাকায় সঙ্কট পুরোপুরি কাটবে না জানা গেছে। এ জন্য আসন বাড়ানোর পাশাপাশি শিক্ষক সঙ্কট কাটানোর কথাও বলেছেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *