আন্তর্জাতিক সর্বশেষ

সন্তান জন্মদিলেই বাবা-মা পাবে ৮২ লাখ টাকা

বিশ্বের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি দক্ষিণ কোরিয়া। জন্মহার বাড়াতে কর্মীদের হাজার হাজার মার্কিন ডলার দিতে প্রস্তুত দেশটির এক কোম্পানি।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিউলের একটি নির্মাণ সংস্থা বুইয়ং গ্রুপ তাদের কর্মীদের প্রতিবার সন্তান জন্মের সময় ৭৫ হাজার মার্কিন ডলার দেওয়ার পরিকল্পনা করেছে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

২০২১ সালে ৭০টি শিশু জন্ম দানকারী কর্মীদের মোট ৫২ লাখ ৫০ হাজার ডলার দেওয়ার ঘোষণাও দিয়েছে সংস্থাটি।৮

কোম্পানির এক মুখপাত্র সিএনএনকে জানিয়েছেন, সুবিধাটি নারী-পুরুষ উভয়েই পাবেন।

দক্ষিণ কোরিয়ায় ২০২২ সালে শিশু জন্মের হার ছিল শূন্য দশমিক ৭৮ শতাংশ। এর আগের বছরে ছিল শূন্য দশমিক ৮১ শতাংশ।

সরকারি পরিসংখ্যানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ দেশটির জন্মহার শূন্য দশমিক ৬৫ এ নেমে আসবে ।

বুইয়ং গ্রুপের চেয়ারম্যান লি জুং-কেউন বলেছেন, শিশু লালন-পালনে আর্থিক সংকট কমাতে কর্মীদের সরাসরি আর্থিক সহায়তার প্রস্তাব করেছে।

সোমবার কোম্পানির এক অনুষ্ঠানে তিনি আরও বলেছেন, তিন সন্তান জন্মদানকারী কর্মীকে তার প্রতিষ্ঠান ২ লাখ ২৫ হাজার ডলার দেবে। অথবা সরকার যদি তাদেরকে জমি দেয়, তাহলে তারা ওই কর্মীকে বাড়ি তৈরি করে দেবেন।

কোম্পানির ওয়েবসাইট অনুসারে, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত বুইয়ং গ্রুপটি এ পর্যন্ত ২৭০ হাজারের বেশি বাড়ি তৈরি করেছে।

জন্মহার বাড়াতে জনগণকে বিভিন্ন সুবিধা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার ও অন্যান্য প্রতিষ্ঠান। কিন্তু কেউই এখন পর্যন্ত বইয়ং গ্রুপের মতো সুবিধা দেয়নি।

সূত্র : বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *