বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

র‌্যাগিংয়ের অভিযোগে হাবিপ্রবির ৪ ছাত্র বহিষ্কার

র‌্যাগিংয়ে জড়িত থাকার দায়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও পাঁচ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

বিভিন্ন মেয়াদে শাস্তি পাওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২২তম ব্যাচের ছাত্র তহিদুল ইসলাম তুরাগ, সজিব হোসেন, রোকনুজ্জামান চৌধুরী ও অনুপম রায়। তুরাগ ও সজিবকে একাডেমিক কার্যক্রম থেকে দুই সেমিস্টার ও আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং রোকনুজ্জামান ও অনুপমকে একাডেমিক কার্যক্রম থেকে এক সেমিস্টার ও আবাসিক হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

কঠোরভাবে সতর্ক করা হয়েছে এফ এন শাবিন, শাহিন আলম, জাহিদ হাসান, শাকির মাহমুদ ও ইয়াসির রহমানকে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দিন হলের আবাসিক ছাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *