খেলাধুলা

ভারত পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রি চড়া দামে

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার এক আবহ। ম্যাচের আগে ও পরে সামাজিকমাধ্যমে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে চলে তুমুল আলোচনা। এশিয়া কাপ হোক বা আইসিসি ইভেন্ট, স্বাভাবিকভাবেই এই ম্যাচের টিকিটের দাম ও চাহিদা থাকে আকাশছোঁয়া। এবারের বিশ্বকাপে চড়া দামে বিক্রি হচ্ছে এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট। তাতে ভক্ত-সমর্থকেরা ক্ষোভ ঝেরেছেন

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৪ অক্টোবর বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ম্যাচের টিকিট এরই মধ্যে অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। টিকিটের দামের ব্যাপারে স্ক্রিনশট নিয়ে সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকেরা ছেড়ে দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের নিচের অংশে টিকিটের দাম ৬০ হাজার রুপি থেকে ৭৮ হাজার রুপি, বাংলাদেশি মুদ্রায় তা ৮০ হাজার টাকা থেকে ১ লাখ ৩ হাজার টাকা। আর ওপরের সারির টিকিটের দাম ৪৫ লাখ রুপিরও বেশি (৫৯ লাখ টাকা)। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), বিসিসিআই সচিব জয় শাহ-দুই জনের নাম উল্লেখ করে এক ভক্ত টুইট করেছেন, ‘এসব কি হচ্ছে জয় শাহ ও বিসিসিআই? ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের প্রতিটি টিকিট ৬৫ হাজার রুপি থেকে সাড়ে ৪ লাখ রুপিতে বিক্রি হচ্ছে ভায়াগোগো ওয়েবসাইটে। এরা তো দিনে দুপুরে ডাকাতি করছে।’

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সর্বশেষ হয়েছে ২০১২-১৩ সালে। এ কারণে আইসিসি ইভেন্ট ছাড়া তাদের ম্যাচ হয়ই না। সর্বশেষ মুখোমুখি হয়েছে এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে। এ সপ্তাহের শনিবার ক্যান্ডিতে হওয়া ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। আগামী রোববার কলম্বোতে সুপার ফোরে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *