বিদ্যালয় বার্তা সর্বশেষ

বোর্ড পরিবর্তনকারী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু আজ

বোর্ড পরিবর্তন বা বিটিসির (বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট) মাধ্যমে ভর্তি হওয়া ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৯ কলেজের শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে মঙ্গলবার (২৫ জুলাই)। বুধবারের (২৬ জুলাই) মধ্যে এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে।

সোমবার (২৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেমন হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিটিসির (বোর্ড ট্রান্সফার সার্টিফিকেট) মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২৫ শুরু হবে। এ রেজিস্ট্রশন কার্যক্রম চলবে ২৬ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন ই-সিফ ফরম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

উল্লেখিত সময়ের মধ্যে নিম্নে বর্ণিত কলেজগুলোতে বিটিসির মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে পরবর্তীতে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

৯টি কলেজ হলো-মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ, মনোহরদী সরকারি কলেজ, পাকুন্দিয়া সরকারি কলেজ, আলফাডাঙ্গা আদর্শ কলেজ, রাজবাড়ী সরকারি কলেজ, মিশন ইন্টারন্যাশনাল কলেজ, টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, টঙ্গী সরকারি কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *