খেলাধুলা

বিশ্বকাপ চতুর্থ সেঞ্চুরি করলেন কুইন্টন ডি কক

চলতি বিশ্বকাপের পরপরই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক, এটা আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে বিদায়ের আগে রীতিমতো যেন স্বপ্নের ফর্মে আছেন উইকেটরক্ষক এ ব্যাটার।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের সপ্তম ম্যাচে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এ ব্যাটার। বুধবার (১ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৩ বলে এ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি

চলতি বিশ্বকাপে বিশ্বকাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ডি কক।

এদিকে এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ডে লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার পাশে বসলেন ডি কক। ২০১৫ বিশ্বকাপে চার সেঞ্চুরি করেছিলেন লঙ্কান কিংবদন্তি। অন্যদিকে ২০১৯ বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে এ তালিকায় সবার ওপরে আছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

এদিন এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডেও নাম তুলেছেন ডি কক। এ ছাড়া চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানও তারই দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *