বিদেশ শিক্ষা স্কলারশিপ

ফুল-ফ্রী স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজিতে

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রী স্কলারশিপের মাধ্যমে দুইবছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইডেনের  চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। ‘অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ’ এর আওতায়  নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে । বাংলাদেশসহ মোট ১৪৩ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

যেসব বিষয়ে স্নাতকোত্তর রয়েছে:

অটোমেশন এবং মেকাট্রনিক্স, আর্কিটেকচার, বায়োটেকনোলজি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ম্যানেজমেন্ট প্রযুক্তি এবং শিক্ষা।

আবেদনের যোগ্যতা:

• স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো  হতে হবে।
• নির্ধারিত ১৪৩ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি।
• একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট।
• জীবনবৃত্তান্ত।
• ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার  সনদ ।
• মোটিভেশন লেটার।
• রিকমেন্ডেশন লেটার।
• প্রকল্পের পোর্টফোলিও।
• প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়ঃ ১৬ জানুয়ারি ২০২৩।

সুযোগ-সুবিধাসমূহ:

• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।
• দুই বছরে মোট ৪ সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন।

চালমারস ইউনিভার্সিটি অফ টেকনোলজি সুইডেনের গোথেনবার্গে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যারয়। এ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক এবং অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষার উপর জোর দিয়ে থাকে। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। সুইডেনে মোট ৩ টি বিশ্ববিদ্যালয় ব্যাক্তির নামে নামকরণ হয়। চালমার্স ছাড়া অন্য দুটি হল ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও লিনিয়াস ইউনিভার্সিটি।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.chalmers.se/en/education/fees-finance/Pages/Adlerbert-Study-Scholarships.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *