বিনোদন

ফিল্মফেয়ারের সেরা অভিনেতা ‘অ্যানিমেলের’ রনবীর কাপুর

বলিউডের অন্যতম জনপ্রিয় ও মর্যাদাপুর্ণ পুরস্কার ফিল্মফেয়ার। রবিবার (২৮ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে পুরস্কারটির ৬৯তম আসর। জমকালো সেই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সেই চিরচেনা কালো ট্রফি।

এ বছর সেরা অভিনয়ের পুরস্কার ঢুকেছে একই ঘরে। ‘অ্যানিমেল’ সিনেমায় দুর্ধর্ষ অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন রণবীর কাপুর। আর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে আলিয়া ভাটের হাতে। বাস্তব জীবনে তারা স্বামী-স্ত্রী।

গেলো বছরের সবচেয়ে প্রশংসিত সিনেমা ‘টুয়েলভথ ফেইল’ও চমক দেখিয়েছে। সেরা ছবি ও সেরা নির্মাতার মতো প্রধান ক্যাটাগরিসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে সিনেমাটি।

এক নজরে ৬৯তম ফিল্মফেয়ার বিজয়ীদের তালিকা:

সেরা ছবি: টুয়েলভথ ফেইল

সেরা নির্মাতা: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেইল)

সেরা অভিনেতা: রণবীর কাপুর (অ্যানিমেল)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা অভিনেতা: (ক্রিটিকস) বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেইল)

সেরা অভিনেত্রী: (ক্রিটিকস) রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা অভিনেত্রী: (ক্রিটিকস) শেফালি শাহ (থ্রি অব আস)

সেরা ছবি: (ক্রিটিকস) জোরাম

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: ভিকি কৌশল (ডাঙ্কি)

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *