আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রের বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ১৫ জন

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। খবর সিএনএন।

দেশটির পুলিশ প্রধান মার্টিন ভনড্রেসেকের বরাত দিয়ে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ খবর জানিয়েছে সিএনএন। নিহতদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, সন্দেহভাজন হামলাকারী চার্লস ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাকে ‘হত্যা’ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার সময় শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের বিভিন্ন শ্রেণীকক্ষে তালাবদ্ধ করে রেখেছিল। ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদনে আরও জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে সবাইকে শান্ত ও সংযত থাকতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি নিহতদের যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন সবার প্রতি সমবেদনা জানিয়েছে

প্রসঙ্গত, চার্লস ইউনিভার্সিটি ক্যাম্পাসটি মধ্য প্রাগের একটি জনপ্রিয় পর্যটন এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *