বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয় সর্বশেষ

গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের শেষধাপের ভর্তি প্রক্রিয়া শুরু আজ

২০২২-২৩ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ও সর্বশেষ পর্যায়ের চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ মঙ্গলবার। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। এর আগে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি রোববার (১৫ অক্টোবর) শেষ হয়েছে।

ওয়েবসাইটে প্রকাশিক ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অনুযায়ী, জিএসটি ভর্তি প্রক্রিয়ার ষষ্ঠ (সর্বশেষ) পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া জিএসটি ওয়েবসাইটের (https://gstadmission.ac.bd/) মাধ্যমে নির্ধারিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। আগের ধাপে গুচ্ছের বিশেষ পর্যায়ে এক হাজার ৪৮৭ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে ভর্তি হন। তবে ৭১৩টি আসন ফাঁকা ছিল। এসব আসনে ভর্তি নেওয়া হচ্ছে।

আজ থেকে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে মূল কাগজপত্র জমা দেওয়াসহ প্রয়োজনীয় ভর্তি ফি প্রদানপূর্বক চুড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে। এর আগে ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে প্রাথমিক ভর্তি ও সংশ্লিষ্ট ফি ৫ হাজার টাকা প্রদান সম্পন্ন করেন শিক্ষার্থীরা।

প্রাথমিক ভর্তি ফি ৫ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরও নির্ধারিত সময়ের মধ্যে মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং জিএসটি-এর কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। কোন আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি-এর কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *