বিনোদন সর্বশেষ

বছরের শেষ ‘ ইত্যাদী ‘ সম্প্রচারিত হবে ফেনী থেকে

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। অনুষ্ঠানটি পছন্দ করেন না, এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। প্রতি পর্বেই যেন নতুন চমক নিয়ে হাজির হন অনুষ্ঠানটির জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত।

এবারের অনুষ্ঠানটি হতে যাচ্ছে দেশের ইতিহাসসমৃদ্ধ জেলা ফেনীতে। মঞ্চ নির্মাণ করা হয়েছে দেশের প্রাচীনতম বিদ্যালয় ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠে।

ইত্যাদির এ পর্বে কবির বকুলের কথা ও সুরে থাকছে পান্থ কানাই এবং ডলি সায়ন্তনীর দ্বৈত কণ্ঠে গান। গানটির সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। সেই সঙ্গে রয়েছে ফেনী জেলা নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় নৃত্যশিল্পীদের নাচ। মনিরুজ্জামান পলাশের কথায় সুর করেছেন হানিফ সংকেত এবং গানটি যৌথভাবে গেয়েছেন তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। এর সংগীতায়োজন করেছেন মেহেদি এবং নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ৩০ ডিসেম্বর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *