বিশ্ব বিদ্যালয় সর্বশেষ

এবার পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগের হিড়িক পড়েছে। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একের পর এক পদত্যাগ করছেন। এরই ধারাবাহিকতায় এবার পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

রোববার (১১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে ই-মেইলে এ পদত্যাগপত্র দেন তিনি। রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের কর্মকর্তারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মশিউর রহমান। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগে যোগদানও করেছেন।

২০২১ সালের ৩০ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *