খেলাধুলা

অবশেষে ভারতীয় ভিসা পেল পাকিস্তান ক্রিকেট দল

ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে পাকিস্তান দল চেয়েছিল, দুবাইয়ে জাতীয় দলের সবাই একত্রিত হয়ে কিছুদিন কাটাবে। খেলোয়াড়দের মধ্যে বন্ধন শক্ত করতে এই পরিকল্পনা ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কিন্তু ভারত ভিসার অনুমোদন না দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। অবশেষে বিমানে চড়ার মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের আগে ভারতীয় সরকার পাকিস্তানের বিশ্বকাপ দলকে ভিসা দিলো।

বুধবার দুবাই হয়ে হায়দরাবাদে পৌঁছাবে পাকিস্তান দল। সেখানে ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবর আজমরা। তাদের ভিসা দেওয়ার কথা নিশ্চিত করেছে আইসিসি। পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে খেলোয়াড়দের পাসপোর্ট সংগ্রহ করতে বলা হয়েছে।

ভিসা দিতে দেরি করায় পিসিবি লিখিতভাবে আইসিসির কাছে তাদের অসন্তোষের কথা জানায়। এর কয়েক ঘণ্টা পর সোমবার রাতের দিকে জটিলতার অবসান হয়।

ভারতীয় সরকারের একজন মুখপাত্র জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘সরাষ্ট্র মন্ত্রণালয় ভিসার জন্য নিরাপত্তা ছাড়পত্র দিয়েছে।’

আইসিসির আমন্ত্রণপত্র পাওয়ার পর আগস্টের শেষ দিক থেকে ভিসা পাওয়ার জন্য প্রক্রিয়া শুরু করে পিসিবি। ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনে সেটা জমা দিয়ে ভিসার আবেদন করে বোর্ড। তবে পাকিস্তান দল এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় থাকায় তাদের পাসপোর্ট জমা দিতে পারেনি। সেজন্য ওই আবেদন বাতিল করা হয়েছিল। পরে এশিয়া কাপ থেকে স্কোয়াড ফেরার পর ১৯ সেপ্টেম্বর আরেক দফা ভিসার আবেদন করে বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *