কয়েকদিন আগে অস্ট্রেলিয়ানদের হয়ে একটি রেকর্ড গড়েছিলেন ক্যামেরন গ্রিন। আইপিএল নিলামে তাঁর দাম উঠেছে ১৭ কোটি ৫০ লাখ রুপি, অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। গ্রিনের সেই রেকর্ড দাম তাঁর ঝড়ো ব্যাটিংয়ের কারণে।
এবার এমসিজিতে বল হাতেও রেকর্ড গড়লেন ডানহাতি এ অলরাউন্ডার। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা। বোলার গ্রিনের দিনে প্রোটিয়ারা প্রথম ইনিংসে অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। এ নিয়ে সর্বশেষ ৭ ইনিংসেই দুই শ’র কমে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
একটা সময় ১ উইকেটে ছিল ৫৮ রান। সেখান থেকে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরাকারীরা।দলের ঘোর বিপদে হাল ধরেন কাইল ভেরেন আর মার্কো জানসেন। ১১২ রানের জুটি গড়ে বিপদ কাটিয়েই ফেলেছিলেন তারা।
কিন্তু ভেরেন ৬৫তম ওভারে ৫২ রান করে গ্রিনের শিকার হওয়ার পর ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ে প্রোটিয়াদের ইনিংস। পরের ওভারে মার্কো জানসেনকেও (৫৯) তুলে নেন ডানহাতি এই পেসার।
১০ রানে শেষ ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৬৮.৪ ওভারে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে যায় ১৮৯ রানে।
গ্রিন মাত্র ২৭ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। দুটি উইকেট শিকার মিচেল স্টার্কের।