শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, বড়দিন ও শীতকালীন অবকাশ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। সোমবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজের সাক্ষর দিয়ে প্রকাশ করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস উপলক্ষে ১৪ ও ১৬ ডিসেম্বর দুইদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
একইসাথে সাথে ২২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আট দিন বড় দিন ও শীতকালীন ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বড় দিন ও শীতকালীন ছুটি উপলক্ষে ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে।