বিদেশ শিক্ষা

স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে রাশিয়ান সরকার

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ প্রোগ্রামের আওতায় স্নাতকোত্তর এবং পিএইচডি করার সুযোগ দিচ্ছে রাশিয়ান সরকার। ‘ওপেন ডোর রাশিয়ান স্কলারশিপ-২০২৩’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফুল-ফ্রি স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর, ২০২২।

যে যে বিষয়ে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে:

স্কলারশিপের আওতায় আবেদনকারীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবে।

  • রসায়ন ও মেটারিয়াল সাইন্স (Chemistry & Materials Science)
  • কম্পিউটার ও ডেটা সাইন্স (Computer & Data Science)
  • জীববিজ্ঞান এবং বায়োটেকনোলজি (Biology & Biotechnology)
  • নিউরোসায়েন্স এবং সাইকোলজি (Neuroscience & Psychology)
  • গণিত ও কৃত্রিম বুদ্ধি (Mathematics & Artificial Intelligence)
  • ক্লিনিকাল মেডিসিন এবং জনস্বাস্থ্য (Clinical Medicine & Public Health)
  • ব্যবসা ব্যবস্থাপনা (Business & Management)
  • রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক (Politics & International Relations)
  • প্রকৌশলী বিদ্যা (Engineering & Technology)
  • শারীরিক বিজ্ঞান (Physical Sciences)
  • শিক্ষা (Education)
  • ভাষাতত্ত্ব ও আধুনিক ভাষা (Linguistics & Modern Languages)
  • অর্থনীতি এবং একনোমেট্রিক্স (Economics & Econometrics)
  • ভূ বিজ্ঞান (Earth Sciences)

আবেদনের যোগ্যতাসমূহ

  • স্নাতকোত্তরে আবেদনকারীদের অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • পিএইচডিতে আবেদন করতে আবেদনকারীদের অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • ইংরেজি বা রাশিয়ান ভাষায় দক্ষ হতে হবে।
  • একাডেমিক ফল ভালো থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো জাতীয়তার আবেদনকারীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আবেদন করতে যা যা লাগবে :

  • পাসপোর্টের কপি
  • একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট
  • রেফারেন্স লেটার
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ। আইএলটিএস ওভারঅল ব্যান্ডস্কোর ৬.০ থাকতে হবে। তবে যাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশনের সনদ রয়েছে, তাদের আইএলটিএস স্কোরের প্রয়োজন নেই।
  • স্টেটমেন্ট অব পারপাস

সুবিধা-সুবিধা

রাশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলি থেকে মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য রাশিয়ায় ওপেন ডোর স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে রাশিয়ান ফেডারেশনের শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়। তবে জীবনযাত্রার ব্যয় মেটানোর খরচ নিজেকেই বহন করতে হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা মেনে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *