ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটি পেয়ে যাবেন, এমনটি চিন্তাও করেননি মেহেদী হাসান মিরাজ নিজেও। আগের সর্বোচ্চ ৮১ রানের ইনিংস টপকে আজ ঠিক ১০০ রানে অপরাজিত ছিলেন মিরাজ। তাঁর দুর্দান্ত ইনিংসেই জয়ের মতো এক সংগ্রহ পায় বাংলাদেশ।
৪৯তম ওভারের চতুর্থ বল। ডিপ মিডউইকেটে দীপক চাহারকে উড়িয়ে বাউন্ডারির বাইরে পাঠালেন মেহেদি হাসান মিরাজ। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে। হাতে আছে ২ বল। ভারতীয় ফিল্ডাররা জড়ো হয়ে আলোচনা করছিলেন, বিষয়বস্তু-তো একটাই। মিরাজকে আটকানো।
না, মিরাজকে আটকানো যায়নি। ইনিংসের শেষ বলে সিঙ্গেল নিয়ে দেখা পেয়ে যান ক্যারিয়ারের প্রথম শতকের। তাও মাত্র ৮৩ বলে, আট চার ও চারটি ছয়ে পৌছে যান শতরানের কোঠায় ওয়ানডে ইতিহাসে মিরাজ দ্বিতীয় ক্রিকেটার যিনি ৮ কিংবা তার নিচে নেমে সেঞ্চুরির দেখা পেয়েছেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, কখনোই ভাবিনি সেঞ্চুরিটা হবে। “ফ্লো” ছিল। হয়ে গেছে।’