হৃদ্রোগের কারণে ফুটবলকে অকালেই বিদায় জানিয়েছেন সের্হিও আগুয়েরো। যত দিন আর্জেন্টিনা দলে খেলেছেন, হোটেলে বন্ধু লিওনেল মেসির সঙ্গে কক্ষ ভাগাভাগি করেছেন। তিনি অবসর নেওয়ার পর হোটেলের কক্ষে থাকার জন্য নতুন কাউকে পছন্দ করেননি মেসি।
আর্জেন্টিনা অধিনায়ককে কাতার বিশ্বকাপে তাই এক কক্ষে একাই থাকতে হচ্ছে। তবে ফাইনালের আগে তিনি আর একা নন। পুরোনো সঙ্গী বন্ধু আগুয়েরোকে ফিরে পেয়েছেন।
বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আগুয়েরোকে মেসির সঙ্গে থাকার অনুমতি দিয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। ফাইনালের আগে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি।
এছাড়াও ফাইনাল ম্যাচের আগে আর্জেন্টিনার গ্যালারীতে দেখা যাবে বিশ্বকাপের ঠিক আগেই ইনজুরিতে পড়া লো সেলসো, নিকোলাস গঞ্জালেজ ও হোয়াকিন ক্রোয়েরা। ইতোমধ্যে ক্রোয়েশিয়ার ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিয়ে উদযাপন করতে দেখা গেছে লো সেলসোকে। এবার সেখানে আরও দুজন যোগ দিচ্ছেন। নিশ্চিতভাবেই এটা দলকে ভালো কিছু করতে প্রেরণা যোগাবে।