মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনেতা সাকিব আল হাসান। ফলে এখন ব্যাট করছে স্বাগতিকরা। বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন।
চোটের জন্য ছিটকে যাওয়া এবাদত হোসেনের বদলি হিসেবে একাদশে এসেছেন তাসকিন আহমেদ। এর আগে ১১ টেস্ট খেলা তাসকিন, প্রথমবারের মতো দেশের মাটিতে টেস্ট খেলতে নামছেন।
এদিকে শেষ ম্যাচে তিনে নামা ইয়াসির আলী চৌধুরীর বাজে পারফরম্যান্সের জন্য কপাল খুলেছে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।
ভারতীয় দলেও একটি পরিবর্তন। কুলদিপ যাদবের পরিবর্তে নেয়া হয়েছে জয়দেব উনাদকাটকে।
চট্টগ্রাম টেস্টের ভুল শুধরে এই ম্যাচে ভালো করতে বদ্ধপরিকর বাংলাদেশ। টসের সময় অধিনায়ক সাকিব আল হাসান বলেন, ‘আমরা যদি প্রথম দুই ঘণ্টা টিকে থাকতে পারি, তাহলো হয়তো ভালো কিছুর আশা করতে পারবো। মিরপুরের উইকেটে প্রথমে ব্যাট করাই ভালো। শেষের দিকে যা স্পিনারদের সুবিধা দেবে।’