খেলাধুলা

৪ বলে ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ। ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

প্রথম দিনের প্রথম সকালে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লাঞ্চের আগে ৪ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান সাকিব আল হাসান ও মুমিনুল হকের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত স্বস্তি নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।

সূচনাটা ভালোই ছিল বাংলাদেশের। দুই ওপেনার জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশ দল ধীরে ধীরে রানের চাকা বাড়িয়ে চলছিলো। অধিনায়ক সাকিব আল হাসানের প্রত্যাশা ছিল প্রথম দুই ঘণ্টা ভালোয় ভালোয় কাটাতে পারলে বাংলাদেশের খেলাটাও ভালা হবে।

কিন্তু ১৫তম ওভারে এসেই ছন্দপতন ঘটলো। কুলদিপ যাদবের পরিবর্তে সুযোগ পাওয়া জয়দেব উনাদকাটের বলে ক্যাচ তুলে দেন জাকির হাসান। তার ক্যাচটি তালুবন্দী করেন লোকেশ রাহুল।

পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে যান নাজমুল হোসেন শান্ত। যদিও এই আউটটি ছিল বিতর্কিত। বাইরে চলে যাওয়া বল প্যাড দিয়ে ঠেকান শান্ত। বলটা ছিল স্ট্যাম্পের অনেক বাইরে। তবুও জোরালো আবেদন করেন অশ্বিন। তার জোরালো আবেদনের মুখে আঙ্গুল তুলে দেন আম্পায়ার শরফুদ্দৌলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *