শুক্রবার (১১ নভেম্বর) জিমে শরীরচর্চা করার সময় হঠ্যাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ভারতের জনপ্রিয় টেলি অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তার বয়স হয়েছিলে ৪৬ বছর।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জিমে অসুস্থ হয়ে পড়লে অভিনেতা সিদ্ধান্তকে দ্রুত তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ মিনিট সিদ্ধান্তর চিকিৎসা করেন চিকিৎসকরা। তবে শেষরক্ষা হয়নি।
সিদ্ধান্তের বন্ধু জয় ভানুশালী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তার মৃত্যুর খবর জানিয়ে লিখেন, ‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে!’
উল্লেখ্য, দীর্ঘ দুই দশক ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সিদ্ধান্ত। হিন্দি ভাষার ‘কুসুম’, ‘ওয়ারিশ’, ‘সূর্যপুত্র কর্ণ’ প্রভৃতি ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেন এই অভিনেতা।